আব্দুর রশিদ, পেকুয়া কক্সবাজারঃ
আজ পয়লা জানুয়ারি বছরের শুরুতে বিনামুল্যে নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে বছরের ১ম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। সকালে ফরিদ আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম চৌধুরী।
এছাড়া তিনি আরো কয়েকটি বিদ্যালয়ে গিয়েও বই তুলে দিয়েছেন শিক্ষার্থীদের হাতে হাতে।
এসময় আরো উপস্থিত ছিলেন বদিউল আলম বদি ৭নং এম.ইউ.পি ও নুর মোহাম্মদ ৮নং এম.ইউ.পি এবং আবুল কাশেম ৯নং এম.ইউ.পি আরো প্রমূখ।
চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন,বছরের ১ম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দিয়েছি। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে উচ্ছ্বাসিত।বছরের শুরুতে বই তুলে দেয়া এটা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা।