স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন
আজ শনিবার কিশোরগঞ্জ শহরে দুপুর ১২টায় আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি সরকারি গুরুদয়াল কলেজ গেইট থেকে শুরু হয়ে আখড়া বাজার, রথখোলা, গৌরাঙ্গ বাজার ব্রীজ অতিক্রম করে পুরান থানা হয়ে ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করে। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ,যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ,সহকারি যুগ্ম সদস্য সচিব খায়রুল কবির, আকন্দ মোহাম্মদ উজ্জ্বল,যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মনজুর মোর্শেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন,যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদার, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য আল আমিন,শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক অভি চৌধুরীসহ কয়েকশত নেতাকর্মী।