আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার রাজধানী মস্কোর শপিংমল ও সাবওয়ে রেল স্টেশনে নামাজ আদায়ের স্থান চান মুসলিমরা। মস্কো ক্যাথেড্রাল মসজিদের প্রধান ইমাম ইলদার আলিয়াউতদিনভ এসব স্থানে মসজিদ খোলার কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে ইমাম বলেছেন, ‘এসব স্থানে অন্যদের অসুবিধা না হয় মতো মুসলিমরা নামাজ আদায় করতে পারবেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিমানবন্দর ও চিকিৎসাকেন্দ্রে নামাজের স্থান তৈরির প্রচেষ্টা অব্যাহত আছে।’ একটি ভিডিও দেখিয়ে ধর্মীয় ইমাম বলেন, স্থান না পেয়ে মস্কোর সাবওয়ে স্টেশনের করিডরে মুসলিমরা নামাজ আদায় করেন।
যেহেতু মুসলিমদের প্রতিদিন নির্ধারিত সময়ে নামাজ পড়তে হয় তাই তাদের জন্য স্থান না থাকায় তা পালন করা অত্যন্ত কষ্টের বিষয়। আমরা রেলস্টেশন ও শপিংমলে আমরা নামাজের স্থার তৈরি করতে চাই।