মুহাম্মদ রফিকুল ইসলামঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাস্থ রামরাইল ইউনিয়নের উলচাপাড়া নূরানী মঞ্জিল দরবার শরীফের ১১তম বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব ও হালকায়ে জিকির মাহফিল অনুষ্ঠিত। গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার বাদ আসর থেকে শুরু হয়ে মধ্য রাত ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম তাসাউফ ভিত্তিক আলোচনা করেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ পূর্ব হাত্রাপাড়া নূরানী মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হরযত মাও. শাহ্ সুফী ছিদ্দিকুর রহমান ( কাঞ্চন)।
নূরানী মঞ্জিল দরবার শরীফের গদিনেশীন পীর সাহেব মুহাম্মদ হাবিবুর রহমান ভূইয়ার আহবানে ও ভাদুঘর ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাও. জাবের আল মানসুর মোল্লার সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন আখাউড়া খড়মপুর শাহ কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম খাদেম আল হুসাইনী, কুমিল্লা বুড়িচং সাদেকপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য যুবনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি মুফতি আল আমিন মোল্লা, কামাল্লা দরবার শরীফের খাদেম মাও. আল আমিন সুন্নী আল-ক্বাদরী, যুবসেনা রামরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোক্তার হোসেন, ছাত্রসেনা রামরাইল ইউনিয়নের সভাপতি ডা. মুহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফাসহ প্রমুখ।
মাহফিলটির সার্বিক সঞ্চালনায় ছিলেন নূরানী মঞ্জিল দরবার শরীফের আশেক মাও. ইকবাল হোসেন।