সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইলের পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা’র দাখিল পরীক্ষা-২১ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সভাপতি কর্তৃক বৃত্তি প্রদান ও নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।
রবিবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, আশুগঞ্জের তরুণ শিল্পপতি জনাব মোঃ কামরুজ্জামান বখশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১২ এর সদস্য, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এম.পি।
উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব আবু হানিফ, সাবেক ইউপি চেয়ারম্যান, জনাব মোঃ দ্বীন ইসলাম, অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মাওলানা আব্বাস আলী সাহেব, মুফতি এম এ শহীদুল্লাহ্ জিহাদী, মাওলানা জসিম উদ্দিন সহ স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষা-২১ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান বখশ নিজ তহবিল থেকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে সাঁত জন শিক্ষার্থীকে সাড়ে তিন লক্ষ টাকা বৃত্তি প্রদান করেন।
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীগণ হলো, সাজ্জাদুল ইসলাম, নিপা আক্তার, মারজানা আক্তার, নিলা আক্তার, হাবিবা আক্তার, শিপা আক্তার, সাবিনা আক্তার।
এলাকাবাসী মনে করেন, এমন শিক্ষানুরাগী বৃত্তবান ব্যাক্তিগণ এসমস্ত দায়িত্বে আসলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আসবে এবং ছাত্র-ছাত্রীরা অনুপ্রাণিত হবে।
পা/মা/গা/দা/মা/-০৩