মোঃ নাজমুল হুদা, রংপুর বিভাগীয় প্রধান।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ছোট যমুনা নদীর পানিতে ডুবার প্রায় ১৭ ঘন্টা পর আবু বক্কর সিদ্দিক (৭) নামে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ আগষ্ট) সকাল ৭ ঘটিকায় নদীর যশাই ব্রীজের তল থেকে উদ্ধার করা হয় মরদেহটি। মৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার গোবিন্দপুর ভালুকডাঙ্গার রশিদুল ইসলাম বাবুর পুত্র।
আগেরদিন ২৮ আগষ্ট দুপুর ২ ঘটিকায় বাড়ির পাশেই নদীর ধারেই খেলছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর নদীর পানিতে পরে ডুবে যায় সে। স্থানীয়রা অনেক খোঁজ করে না পেলে খবর দেয় পার্বতীপুর ফায়ার সার্ভিস কে। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের টিম আসলেও ডুবুরি আসতে সময় লাগে আরও কয়েক ঘন্টা। সন্ধ্যা প্রায় সাড়ে ৬ ঘটিকায় শুরু হয় ডুবুরির অভিযান। দীর্ঘ দেড় ঘন্টা অভিযানেও মরদেহটি খুঁজে না পাওয়ায় অভিযান স্থগিত করে পরদিন আবারও অভিযান করবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
পরদিন রবিবার সকাল ৭ ঘটিকায় যশাই ব্রীজের তলে মরদেহটি ভাসতে দেখা গেলে উদ্ধার করেন স্থানীয়রা। পরে পার্বতীপুর থানা পুলিশ এসে মরদেহটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান।