প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের পেকুয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘প্রেসক্লাব পেকুয়া’ নামক একটি নতুন প্রেসক্লাব গঠন করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) ১৪ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করে। কমিটিতে ডেইলি অবজারভারের প্রতিনিধি নাজিম উদ্দিনকে আহবায়ক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাজ্জাদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এতে সদস্য মনোনীত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক কক্সবাজারের প্রতিনিধি মুহাম্মদ হাসেম, দৈনিক হিমছড়ির প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রেজাউল করিম, ইনানীর প্রতিনিধি রিয়াজ উদ্দিন, ভোরের কাগজের প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুজন, আমার সাংবাদের প্রতিনিধি শাহ জামাল, মানবজমিনের প্রতিনিধি জয়নাল আবেদীন, মোহনা টিভির প্রতিনিধি হারুন বিল্লাহ, আনন্দ টিভির প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ ও সময়ের নিউজের প্রতিনিধি রেজাউল করিম।
উক্ত কমিটির নেতৃবৃন্দরা সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা ও অপ-সাংবাদিকতা রোধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।