পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় নুরুল ইসলাম (৫৭) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত ও পিটিয়ে মারাত্বক জখম করা হয়েছে।
৫ এপ্রিল (মঙ্গলবার ) রাত ৮ টার দিকে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত নুরুল ইসলাম মগনামা আফজলিয়া পাড়া এলাকার মৃত নূর আহমেদের ছেলে। সে মগনামায় নির্মাণাধীন শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির কর্মরত শ্রমিক। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নূরুল ইসলাম বলেন, আমি মগনামা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাঁটিতে একটি নির্মাণ কাজ করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে ফুলতলা স্টেশনে পৌঁছাতে পূর্ব থেকে উৎপেথে থাকা একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আলী আকবর, আশরাফ মিয়ার ছেলে ফারুক ও ইকবাল, ইউনুছ প্রকাশ (গুরাইয়া), মো. হোসেন, সোনা মিয়া, সাজ্জাদ, আনোয়ার হোসেনসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় তারা আমাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে। তিনি আরও বলেন মগনামার আফজলিয়া পাড়া তাদের হাতে জিম্মি। কেউ তাদের অন্যয়ের প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।