পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় জিয়াবুল করিম (২১) নামের এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২ মার্চ) দুপুর ২ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত জিয়াবুল একই এলাকার রুহুল কাদেরের ছেলে।
ভুক্তভোগী জিয়াবুল করিম বলেন, প্রতিবেশী যুবক জাকের হোসেন কিছুদিন আগে আমার ব্যবহারের মোবাইলটি ধার চেয়েছিল। তাকে মোবাইল না দেওয়ায় তখন থেকে সে আমার উপর ক্ষিপ্ত। এমনকি সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। এর জেরে বুধবার দুপুরে পূর্ব গোঁয়াখালী আবুর দোকান এলাকায় আমাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে আমি প্রতিবাদ করলে জাকের হোসেন ও তার ভাই পুতু মিলে কিল, ঘুষি ও লাথি মেরে আমার ব্যবহারের একটি মোবাইল এবং আমার পকেটে থাকা নগদ ৩৭ হাজার পাঁচশত টাকা নিয়ে পালিয়ে যায়।
পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।