পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় চালাচলের রাস্তার জায়গার বিরোধকে কেন্দ্র করে রিদুয়ান (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করা করা হয়েছে।
২৮ জুলাই ( বৃহস্পতিবার) রাতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নে ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে (চমেক) রেফার করে। আহত রিদুয়ান একই এলাকার নূরুল আলমের ছেলে।
আহত রিদুয়ানের পিতা নূরুল আলম বলেন, স্থানীয় সেকান্দর বাদশা গংদের সাথে দীর্ঘদিন ধরে চলালচের রাস্তার বিরোধ চলছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি দখলে নেওয়া চেষ্টা করে। নানান ভাবে আমাদের মারধরের হুমকি দিত তারা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একই এলাকার ভোলাইয়ার ছেলে নুরুল আলম, নুরুন্নবীর ছেলে বাবু, নূরুল আমিনের ছেলে সেকান্দর বাদশা, নুরুল কবির, রোকেয়া বেগম, আকাশ সহ ১০/১২ জন চলাচল রাস্তার ঘেরা-বেড়া ভাংচুর করে নিয়ে যাচ্ছিল। এসয়ম ছেলে রিদুয়ান তাদেরকে বাঁধা দিলে তাদের হাতে থাকা দেশীয় তৈরি অস্ত্র শস্ত্র নিয়ে আমার ছেলেকে নির্দয়ভাবে কুপিয়ে জখম করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।