1. ahekram2006@gmail.com : ah ekram : ah ekram
  2. asadmd7195@gmail.com : JB Admin : JB Admin
  3. janatarbartabd@gmail.com : jb editor : jb editor
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২২ - দৈনিক জনতার বার্তা
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

শিক্ষা ডেস্কঃ

প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ থেকে শুরু হচ্ছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। ১ম ধাপে প্রাথমিকের ২২ জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এসব নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হলেও্, এখন জেলা সদরে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ থেকে শুরু হচ্ছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল, ২০২২ তারিখে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর প্রথম ধাপে ২২টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব জেলা ও উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ  পরীক্ষা অনুষ্ঠিত হবে

২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যসব জেলা ও উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে-

চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর; যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা; ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ।

নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া; কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি; টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর।

কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২ এপ্রিল নেওয়া হবে।

তবে দ্বিতীয় ধাপের প্রাথমিকের নিয়োগ পরিক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি।

এবারে ৪৫ হাজারের বেশী সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জুনে এসব শিক্ষকদের নিয়োগ প্রদান করা হবে।

এরই মধ্যে খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

০৮ এপ্রিল শুক্রবার বিকাল ২.৩০ মিনিটে প্রাথমিকের খাগড়াছড়ি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। (নিচের অনুচ্ছেদে এ বিষয়ের বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে)।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

৯ মার্চ ২০২২ খ্রি. তারিখে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রাথমিকের লিখিত পরীক্ষা এপ্রিলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকার পাশাপাশি জেলা সদরেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এমন খবর দিচ্ছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা

প্রাথমিকের পরীক্ষা নিয়ে ২৯ মার্চ অধিদপ্তর সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হবে না।

সম্প্রতি ঢাকার পাশাপাশি জেলা সদরে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের নিশ্চিত খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি জেলার প্রাথমিকের নিয়োগের লিখিত পরীক্ষা

খাগড়াছড়ি জেলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত হওয়া গেছে, প্রাথমিকের নিয়োগ পরীক্ষার জেলা ভিত্তিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল শুক্রবার বিকাল ২.৩০ মিনিটে  খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অননুষ্ঠিত হবে।

নিচের বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সমূহের তালিকা দেখুন।

উল্লেখ্য, প্রাথমিকের সহকারি শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে।

কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। এদিকে অবসরজনিত কারণে নতুন করে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।

এমতাবস্থায় মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ধাপে ধাপে প্রাথমিকের এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিজ্ঞপ্তি বা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি।

এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রাক্​–প্রাথমিকে ২৫,৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬,৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অবসরজনিত কারণে শূন্য হওয়া ১০ হাজারেও বেশী পদ যুক্ত করা হবে এই নিয়োগের সাথে। তাঁতে পদ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

২০২০ সালের অক্টোবরে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনার কারণে দীর্ঘ দিন লকডাউন থাকায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

তবে করোনা সংক্রমণ কমে আসায় এপ্রিল থেকে পরীক্ষা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ কবে হবে

২০২২ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ শুক্রবার থেকে শুরু হতে পারে।

তবে ৮ এপ্রিল খাগড়াছড়ি পাবর্ত্য জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

টিচার নিউজ বিডি সার্বক্ষণিক পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। কেন জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা সাথে সাথে তার খবর দেব।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তথ্য পেলে এই প্রতিবেদনে তাৎক্ষনিক জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০২০ সমস্ত অধিকার সংরক্ষিত | দৈনিক জনতার বার্তা বিডি পরিবার
কারিগরি সহায়তায় রাফিউল ইসলাম