মোহাম্মদ ইকবাল, কর্ণফুলি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্রগ্রামের কর্ণফুলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে জুলধা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ নুরুল হক চৌধুরীর আয়োজনে কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকের সহযোগীতায় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের গোড়া বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ কর্ণফুলী উপজেলার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকে’র সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক জনসাধারণের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা জনাব হারুনুর রশীদ পাঠোয়ারী, জুলধা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল হক চৌধুরী, প্রধান এডমিন মোহাম্মদ মিজানুর তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম বাদশা, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ সালাউদ্দিন সুমন, সদস্য মোহাম্মদ বীন তারেক, মোহাম্মদ হাসান, মিজান, অভি, শাহাদাত সালেহিন, ফারজানা কবির, আবির, মনির, শাহীন প্রমূখ।