মোঃ নাজমুল হুদা, রংপুর বিভাগীয় প্রধানঃ
রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত কিশোরী তারমিনা আক্তার (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত আসামি সাখাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান আসামি গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে রংপুরে নিয়ে আসা হবে।
এই ঘটনায় বৃহস্পতিবার (২৯ জুলাই) ঘাতক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেন তারমিনা আক্তার এর বাবা তোয়াব আলী।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার (২৮ জুলাই) বাড়িতে ঢুকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা এলাকার মৃত মোনায়েম হোসেনের বখাটে ছেলে সাখাওয়াত ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারমিনাকে।
গুরুতর আহত নবম শ্রেণি পড়ুয়া এই মাদরাসাছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুক ও পেটের মাঝামাঝি স্থানে রক্তনালি কেটে যায়। মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৪ দিন পর গতকাল (১ আগস্ট) তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে লাশ বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের সাজানো গ্রামে দাফন করা হয়।
আসামি সাখাওয়াত গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রকিব হাসান ডলু শাহ জানান, এমন ঘটনা ন্যাক্কারজনক। প্রশাসন খুবই তৎপর। আমি নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।