শেফায়েতুল হক সিফাত, বাঁশখালী( চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের লকডাউনের ৩য় দিন, আজ ২৫ জুলাই (রবিবার) তেমন জনসমাগম দেখা মিলেনি। সাথে কোনো প্রকার গণ-পরিবহন ও দেখা যায়নি।
তবে জরুরী প্রয়োজনে কিছু মানুষ বাজারে এসেছেন কেউ মোটর সাইকেল, আবার কেউ সিএনজি ব্যবহারের মাধ্যমে। জরুরী প্রয়োজনে কেউ কেউ গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ব্যক্তিগত গাড়ি না থাকলেও রিজার্ভ নিয়ে।
বাজার বা রাস্তায় তেমন কোনো প্রকার জনগণের আড্ডা বা ভিড় দেখা যায় নি। জরুরি প্রয়োজনে বাজারে আসলেও মাস্ক ব্যবহার করছেন আর কেউ মাক্স ব্যাবহার করেন নি। এইদিকে প্রশাসন নজরজারি ঝুর রেখছেন।
ঘরে থাকুন” “সুস্থ থাকুন