শেখ আবদুল্লাহ, আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এম.শাহেদুল আলম ।
বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল হুসাইন এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে এম.শাহেদুল আলম বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশগ্রহণ করতেই আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি। কারন আমি ইউনিয়ন পরিষদের সদস্য না হয়েও এলাকার অনেক উন্নয়ন করার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন থেকেই আমার ২ নং ওয়ার্ডের গ্রামবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় গ্রামের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমি বিশ্বাস করি এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।