বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চারতলা ভবনের দ্বিতীয় তলায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন বেতাগী পৌরসভা স্বনামধন্য মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, এ সময় আরো উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক অলি আহমেদ। যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা ও এনসিটিএফ বেতাগী উপজেলা সদস্যরা।
বেতাগী উপজেলা এনসিটিএফ এর আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলার শাখার সহযোগিতায় ২৬০ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে । ২৪ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা, ৭ জনকে সম্পন্ন ফ্রী অপারেশনের ব্যবস্থা। ১১ জন রোগীকে বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ভাইর সহযোগিতায় ঔষধ প্রদান করা হয়েছে।
১১ জন রোগীকে বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির সহযোগিতায় ঔষধ প্রদান করা হয়েছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতাল বরিশাল।