1. ahekram2006@gmail.com : ah ekram : ah ekram
  2. asadmd7195@gmail.com : JB Admin : JB Admin
  3. janatarbartabd@gmail.com : jb editor : jb editor
মগনামা ও প্রবাসে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা- ইউনুছ চোধুরী - দৈনিক জনতার বার্তা
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৩:৩১ পূর্বাহ্ন

মগনামা ও প্রবাসে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা- ইউনুছ চোধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

আব্দুর রশিদ, পেকুয়া কক্সবাজারঃ

বারবার নির্যাতিত ,অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু। মগনামা ইউনিয়ন পরিষদের সফল দুইবারের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী মগনামা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

চেয়ারম্যান ইউনুছ চৌধুরী এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখের ছোঁয়া। এক মাস সিয়াম সাধনার শিক্ষায় আলোকিত হয়ে উঠুক আমাদের পৃথিবী।

তিনি আরো বলেন, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব, ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতো আপনাদের জীবনটা হউক দীপ্তিময়। এবারের ঈদ হোক সহযোগিতার,মানুষের কল্যাণে।

মগনামার সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করি।

শুভেচ্ছান্তে
ইউনুছ চৌধুরী
চেয়ারম্যান-৫নং মগনামা ইউনিয়ন পরিষদ
পেকুয়া, কক্সবাজার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০২০ সমস্ত অধিকার সংরক্ষিত | দৈনিক জনতার বার্তা বিডি পরিবার
কারিগরি সহায়তায় রাফিউল ইসলাম