এইচ এম বাবুল আক্তার, স্টাফ রিপোর্টারঃ
যশোরের মণিরামপুরে নিবন্ধনবিহীন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৫০টি মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের (টি এস আই) সাইফুল, (এ টি এস আই) কামরুজ্জামান সহ কনস্টেবল অরুণ।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যান্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন, প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এসব মোটরসাইকেল ও চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করে মণিরামপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
ট্রফিক পুলিশের (টি এস আই) সাইফুল বলেন, নিবন্ধন না থাকা ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসইকেল জব্দসহ চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে।মোটরসাইকেল গুলি আটক করে মণিরামপুর থানায় দেওয়া হয়েছে।