এইচ এম বাবুল আক্তার স্টাফ রিপোর্টারঃ
মণিরামপুর উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের মহাদেবপুর (গাংড়া) মহাশ্মশানরে সীমানা প্রচীর নির্মানের ভিত্ত্বি প্রস্তর স্থাপনরে শুভ উদ্বোধন করা হয়ছেে ।
বুধবাবার ২৭ এপ্রিল বিকালে মণিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের মহাদেবপুর (গাংড়া)। মহাশ্মশানরে প্রচীর নির্মানে ভিত্ত্বি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। মণিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী র্কমর্কতা ও সহকারী কমিশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী।
এ সময় তিনি বলনে ধনী গরীব সবাইকে এই চিতা্ই দাহ হতে হব।
সভাপতি সুনীল দাস এর সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টার্চায্য এমপি মহোদয়ের মহতি উদ্যেগে সার্বিক তত্ত্বধানে উপজলো প্রসেক্লাব মণিরামপুর যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন দাস ।
এ সময় বক্তব্য রাখনে মণিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল, মহাদেবপুর (গাংড়া) মহাশ্মশানরে সহ-সভাপতি কুমার দাস, সাধারণ সম্পাদক চিম্ময় মজুমদার, সাংগঠনকি সম্পাদক র্অজুন সরকার, উপদষ্টো সুকুমার ঘোষাল, তপন মজুমদার, রমশে মন্ডল , প্রভাত চন্দ্র রায়, মহিতোষ দেবনাথ, সদস্য কৃষ্ণপদ মন্ডল প্রমুখ।