মোহাম্মদ রানা,স্টাফ রিপোর্টার লক্ষীছড়ি উপজেলা,খাগড়াছড়ি
আজ ১০ই জুন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায়, ভারতের বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শার্মা ও নাভিন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে যে কটুক্তি ও কুরুচিপুর্ণ মন্তব্য করে, তার পরিপেক্ষিতে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে অত্র উপজেলার সর্ব সাধারণ মুসলিম জনগণ উপস্থিত ছিলেন।তাছাড়া উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে ভারতের সব ধরনের পন্য সামগ্রি বয়কট করার আহবান জানানো হয়। এছাড়াও নুপুর শার্মা ও নোবিল কুমার জিন্দাল এর ফাঁসির দাবি করা হয়। আরো বলা হয় আমাদের মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) নিয়ে কেউ যদি কোন প্রকার কুরুচিপূর্ণ কথা বলে তাহলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।এর পর,নুপুর শার্মা ও নোবিল কুমার জিন্দাল এর কুশপুত্তলিকা জালিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। আর সব ধরনের সমাজিক মাধ্যমে প্রতিবাদ মূলক পোস্ট করার জন্য আহবান জানানো হয়।