নিউজ ডেস্কঃ
জানা যায় গত ১৪ মার্চ ২০২২ তারিখ, বাঙ্গালীদের জায়গায় পাহাড়িরা ঘর তুলে।
এবং তা নিজেরাই নিজেরা পুরিয়ে দিয়ে বাঙ্গালীদের দোষারপ করে।
এ বিয়ষ নিয়ে গত ২৬ মার্চ ২০২২ তারিখ মহালছড়ি সাব-জোনের সেনাবাহিনীর একটি টহল দল সরেজমিনে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি তে উভয় পক্ষকে এসিল্যান্ড বরাবর জমির সমস্যা সমাধানের জন্য যেতে বলেন এবং জমির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেন।
কিন্তু সেই নির্দেশ না মেনে পাহাড়িরা আবার নতুন ঘর তৈরি করে।
যা বাঙ্গালীরা চিঠির মাধ্যমে উক্ত সাবজোন ও প্রশাসনকে অবগত করে।
এরপর গত ২ জুন ২০২২ তারিখ, সাবজোন কর্তৃক চেয়ারম্যান,মেম্বার,কারবারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন এবং পুনরায় উভয়পক্ষকে এসিল্যান্ডের কাছে যেতে বলেন।
কিন্তু পাহাড়িরা ইউপিডিএফ সন্ত্রাসীদের নির্দেশে গত ২০ জুন ২০২২ তারিখ, বাদী মো:আব্দুর বারেক এর ২ একর জমির সেগুন বাগান কেটে ঘর নির্মাণ করে।
এ বিয়ষ নিয়ে স্থানীয় পাহাড়ি ইউপি সদস্য বাবু অংসানু মারমা (৪ নং ওয়ার্ড মেম্বার) এবং ৫ নং ওয়ার্ড মেম্বার বাবু রিগেন চাকমা কে জানালে তাদের কিছু করার নাই বলে জানিয়ে দেন।
এ বিয়ষ নিয়ে বাদী মো: আব্দুর বারেকের ছেলে। মো: জাহাঙ্গীর আলম,মহালছড়ি থানায় মামলা প্রদান করেন।কিন্তু সেখানও পুলিশ পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।
অতঃপর আজ ৫ জুলাই ২০২২ তারিখ, রোজ মঙ্গলবার বাঙ্গালীরা বাঙ্গালীদের জায়গায় গেলে পাহাড়ি সন্ত্রাসী ইউপিডিএফ এর নেতৃত্বে বাঙ্গালীদের উপর হামলা করে এতে বেশ কিছু বাঙ্গালী আহত হয়। এবং পাহাড়িরা নিজেরাই নিজেদের ঘর আগুন দিয়ে পুরিয়ে দেয় এবং বাঙ্গালীদের দোষারপ করে।
জানা যায়,হামলা কারী পাহাড়ি অনেকেই এই এলাকার নয়।পাহাড়ে অশান্তির সৃষ্টিতে ইউপিডিএফ সন্ত্রাসীরা অন্য এলাকার লোক দিয়ে হামলা চালায়।