এইচ এম বাবুল আক্তার স্টাফ রিপোর্টারঃ
ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৭ই এপ্রিল রবিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ মণিরামপুর আসন থেকে বারবার নির্বাচিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা গাজী আসাদ, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস কাউন্সিলর মোহাম্মদ আজিম কাউন্সিলর সুমন দাস কাউন্সিলর পাটোয়ারী কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উপস্থিত ছিলেন এইচ এম বাবুল আক্তার যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপজেলা প্রেসক্লাব মনিরামপুর প্রচার সম্পাদক আতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।