এইচ এম বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার মণিরামপুর যশোরঃ
অসহায় দুস্থ রিকশা ভ্যান চালকদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার বিতরণ করা হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার ব্যবস্থাপনায় শাখা সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজীর সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জছিলেন জেলা সাধারণ সম্পাদক জমুহাম্মাদ নাকিবুল হাসান, এ সময় উপস্থিত ছিলেন সদর থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মুহা. শাকিব আহমেদ,
আরো উপস্থিত ছিলেন দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা. রাকিবুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক মুহা. আবু সাঈদ, কলেজ সম্পাদক মুহা. মাহফুজুর রহমান, স্কুল সম্পাদক মুহা. আল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহা. জাকারিয়া হুসাইন, কার্যনির্বাহী সদস্য মুহা. আবু হুরায়রা, মুহা. ইকরামুল ইসলাম প্রমুখ।