রাকিবুল ইসলাম, (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৩ জুন বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও শোভাযাত্রা। মুড়াপাড়া সরকারি কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওময়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শাহ্জাহান ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন মোল্লা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, কায়েতপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আঃ আজিজ, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সজিব, এজিএস আশিক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, আওয়ামীলীগ নেতা আঃ মান্নান মুন্সি, এমায়েত হোসেন ও কাঞ্চন পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি তানভীর আলম হিমেল প্রমুখ।
পরে শোভাযাত্রা নিয়ে তারা স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।