মোঃ রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল ২৭ জুলাই মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আলোচনা সভা, মিলাদ মাহফিল, কেক কাটা ও রান্না করা খাবার বিতরণ করে।
গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া মেহের। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাজী নাঈম ভুঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন কুমার দাস, রুহুল আমীন, দেলোয়ার মোল্লা, রাজু প্রধান,সাইদ মিয়া, রিপন মিয়া প্রমুখ।
পরে দুস্থ ও দরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।