মোঃ নুর আলম ইসলাম, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
স্বাধীনতার ঐতিহাসিক মুক্তাঞ্চল রৌমারী, আমাদের সেই রৌমারী এবার পেতে যাচ্ছে স্বপ্নের ট্রেন, তাও আবার পরিবেশ বান্ধব ইলেকট্রিক ট্রেন। যার গতি ঘন্টায় ২৪০ কি.মি. এবং হিসাব মতে রৌমারী থেকে ঢাকা ২ ঘন্টার ব্যবধান।
আমাদের দেশে এই প্রথম ঢাকা থেকে রৌমারী পর্যন্ত দীর্ঘ পরিসরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করার প্রস্তাবনা আজ রেলপথ মন্ত্রনালয়ে দেয়া হয়েছে এবং উক্ত মন্ত্রনালয় সম্মতি জ্ঞাপন করেছে।
এই ইলেকট্রিক ট্রেনের রুট হতে যাচ্ছে ঢাকা- ময়মনসিংহ- জামালপুর- শেরপুর- রৌমারী- দাঁতভাঙ্গা।
২৮ কুড়িগ্রাম ৪ আসনের অবহেলিত মানুষের ভবিষ্যৎ গড়তে একজনেই আছেন মোঃ জাকির হোসেন এমপি এবং এরকম দু:সাহসিক কর্মকান্ডকে সাফল্য মন্ডিত করতে শুধু উনিই পারেন।