ফারুক আহাম্মেদ, লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধিঃ
১৫ নভেম্বর সারা দেশের ন্যায় খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দ্বিতীয় দিনের মত চলছে এসএসসি পরীক্ষা। এবারে লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় মোট ৪৪১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৩৯৫ জন নতুন ফরম পূরণ করেছে, বাকি ৪৬ জন গতবারের অকৃতকার্য পরীক্ষর্থী।
এসএসসি পরীক্ষার একমাত্র কেন্দ্র লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চবিদ্যালয়, সকাল দশ টায় লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
পরিদর্শন করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ ইয়াসিন শিমুল স্যার।
পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য শিক্ষক দের পরামর্শ প্রদান করেন।
এবং লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুবকর স্যার জানান, এবারের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন মানবিক থেকে ৩০৮ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।