1. ahekram2006@gmail.com : ah ekram : ah ekram
  2. asadmd7195@gmail.com : JB Admin : JB Admin
  3. janatarbartabd@gmail.com : jb editor : jb editor
শিমরাইল মোড়ের ফুটপাত থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে মুরগি রিপন ও জামাল সিন্ডিকেটের চাঁদাবাজি অব্যাহত - দৈনিক জনতার বার্তা
সোমবার, ২৭ জুন ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন

শিমরাইল মোড়ের ফুটপাত থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে মুরগি রিপন ও জামাল সিন্ডিকেটের চাঁদাবাজি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের কয়েকশত ফুটপাতের দোকান থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যাবসায়ী ও নারীলোভী মুরগি রিপন ও জামাল সিন্ডিকেটের লাখ লাখ টাকার চাঁদাবাজি। তাদের সিন্ডিকেটের ৩ সদস্য – মো: রুহুল আমিন, সাইফুল ইসলাম ও মিরাজ হাওলাদার কে র‌্যাব ১১ গত ১৩ মার্চ গ্রেফতার করলেও আদালত থেকে জামিনে এসে ফের চাদাঁবাজিতে ব্যাস্ত হয়ে পড়েছে তারা। তবে মাদক ব্যাবসায়ী ও চাদাঁবাজ জামাল রয়েছে এখনো অধরা তার অব্যাহত চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে শিরাইলের সাধারন ফুটপাতের ব্যাবসায়ীরা।

সরেজমিনে শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায়, প্রায় তিন শতাধিক দোকান থেকে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদাবাজি করছে জামাল এবং তাদের সক্রিয় চাদাঁবাজ বাহিনীরা। আর তাদের শেল্টারদাতা হচ্ছে থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তা, স্থানীয় মাস্তান এবং মার্কেট মালিকরা। বিনিময়ে তারা ফটুপাতের চাঁদাবাজির বাটোয়ারা পান। যার কারণে সড়ক দখল করে গড়ে উঠা ফুটপাতের অবৈধ দোকান-পাট স্থায়ীভাবে উচ্ছেদ হয় না।

বরং বছরের পর বছর ধরে ইদুর-বিড়াল খেলা চলে উচ্ছেদের নামে। আর ভোগান্তি ও হয়রানীর শিকার হচ্ছে পথচারীরা। মজার বিষয় হলো চাঁদাবাজরা গ্রেপ্তার বা আটক হলেও মাসোহারা পাওয়া লোকজন তাদের জামিনে অথবা থানা থেকে ছাড়িয়ে আনে। পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে বাইপাস সড়কটিতে যান চলাচলের ব্যবস্থা করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। কারণ চাঁদাবাজদের শেল্টারদাতা প্রভাবশালী হওয়ায় নানাভাবে দেনদরবার করে পুনরায় সড়ক দখলে উৎসাহ পাচেছ অবৈধ দখলদাররা।

জানা গেছে, শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ অবৈধভাবে গড়ে উঠা সকল ফুটপাত দোকান উচ্ছেদ করে দেয় হাইওয়ে পুলিশ। এসব দোকান থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করতো মুরগি রিপন ও জামাল গংরা। উচ্ছেদের পর দেড় মাস পর্যন্ত হাইওয়ে পুলিশ ফুটপাত বসাতে দেননি। ফুটপাতের চাঁদাবাজি বহাল রাখতে আবারো মাঠে নামে মুরগি রিপন ও জামাল বাহিনী। তার কারিশমায় ফের দখল হয়ে পড়ে ফুটপাত। নিশ্চুপ হয়ে পড়ে হাইওয়ে পুলিশের অভিযান। নিশ্চুপ হয়ে পড়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তরা।

মুরগি রিপন ও চাদাঁবাজ জামালের সহযোগীরা আর্থিক ফাঁয়দা প্রতি দোকান থেকে ৫ হাজার টাকা করে কমপক্ষে ১৫ লাখ টাকা চাঁদা তুলেছে। তারা জোর গলায় বলে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে আবার ফুটপাতে দোকান বসিয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, মুরগি রিপন আমাদের লিস্টে আছে শুধু জামাল নয় সকল চাদাঁবাজদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত এবং তারা কখন কি করছে আমরা নজরে রাখছি যে কোন সময় এইসব চাদাঁবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জামাল বলেন, সকল পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই দোকান বসানো হয়েছে, আমি প্রতি মাসে পুলিশকে মাসোহারা দিয়ে কাজ করি তাই আমি গ্রেফতার হলেও বার বার ছাড়া পেয়ে যাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০২০ সমস্ত অধিকার সংরক্ষিত | দৈনিক জনতার বার্তা বিডি পরিবার
কারিগরি সহায়তায় রাফিউল ইসলাম