মোঃ রমজান আলী , শেরপুরঃ
শেরপুরে বঙ্গবন্ধু অন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার মুজিব শতবর্ষ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আয়োজন বঙ্গবন্ধু শেরপুর অন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০২১ এর বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ মহোদয়। এছাড়াও স্থানীয় সরকারের উপ-পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডিএফএ এর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নকলা উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে নালিতাবাড়ী উপজেলা বিরুদ্ধে জয় লাভ করে।