মোঃ অলিউল্লাহ, নাসিরনগর উপজেলা প্রতিনিধিঃ
সরকার ঘোষিত করোনা প্রতিরোধে গণ টিকা দান কার্যক্রম শুরু হয়েছে নাসিরনগর, উপজেলার চাতলপাড় ইউনিয়নে ।
আজ ৭ই আগস্ট রোজ শনিবার সকাল থেকে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে । করোনা টিকা দিতে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভীড় জমিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেন সুষ্ঠু-শৃঙ্খল ভাবে টিকা নিতে পারেন তার জন্য কাজ করছেন চাতলপাড় তদন্ত কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা, ডাঃ আশিক মুহাঃ মুজতবা (mods) বলেন, ৭ই আগস্ট নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে গণ টিকা কার্যক্রম চলবে। ১৮ বছরের উর্ধ্বে সকলেই জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রতিটি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। যেহেতু করোনা থেকে বাঁচার একমাত্র অবলম্বন টিকা তাই দেরি না করে দ্রুত টিকা পেতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং অন্যকে রেজিস্ট্রেশন করতে সাহায্য করুন, যেন আপনার পাশের ব্যাক্তিটি করোনার উৎস হিসেবে আপনার আশেপাশে করোনা না ছড়ায়।