নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসান পলাশকে আহ্বায়ক এবং আল আমিন শাহরিয়ার কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সদস্য সচিব মোঃ মোল্লা সালাউদ্দিন।
এ বিষয়ে নবগঠিত সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন শাহরিয়ার বলেন, ইনশাল্লাহ আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। আমরা আমাদের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।