গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরের জামুডাঙ্গা ঘাঘট নদীর ব্রিজের ধ্বসে যাওয়া সংযোগ সড়ক পরির্দশন করেছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক ধ্বসের বিষয়টি নজরে আসলে বুধবার বিকেলে তিনি সড়কটি পরির্দশন করেন।
পরির্দশন শেষে ছাবিউল ইসলাম ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের জন্য দামোদরপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সড়কের স্থায়ী পদক্ষেপের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানোর কথা জানান।
টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সড়কটিতে বড় আকারের ধ্বস দেখা দেয়। এরইমধ্যে সড়কের ১০ মিটার অংশ ধ্বসে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। দুই বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ১২০ মিটারের সংযোগ সড়কটি। এরপর থেকে সড়কটির কিছু অংশ দেবে যায় এবং ফাটল দেখা দেয়। ফলে ঝুঁকিপূর্ন এই সড়কে চলাচলে প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগে পোহাতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাঁশ-বালুর বস্তা ফেলে কয়েক দফায় সড়কটি মেরামত হলেও নেয়া হয়নি স্থায়ী পদক্ষেপ। এমনকি সড়ক পরির্দশনে এসে স্থানীয় প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের আশ্বাসেরও বাস্তবায়ন হয়নি।