সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। ০৩নভেম্বর,২০২১ (বুধবার) দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কার্যালয়ে আসার পরপরই নবাগত ইউএনও মো. রেজাউল করিম ও বিদায়ী ইউএনও মো. রাসেল মিয়া এর মধ্যে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভোলা জেলার হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থাতেই তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একই পদে বদলি হয়ে আসেন। অপরদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাসেল মিয়া, সরকারী আদেশে লিবিয়ায় বাংলাদেশ হাই কমিশনে যোগদান করবেন বলে জানিয়েছেন। নবাগত ইউএনও মো: রেজাউল করিম যোগদান করার পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাব এবং রিপোর্টার ক্লাবের সদস্য কর্তৃক তাকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানো হয়।