শেখ আবদুল্লাহ, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাত পেরোলেই বিজয়ের আনন্দে উদযাপিত হবে বিজয়ের দিনের বিজয় উৎসব। বিজয়ের উদযাপনকে ঘিরে আলোকজ্জল সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। আগামীকাল ১৬ ডিসেম্বর এই উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পুরোটাই লাল সবুজের আলোই আলোকিত হলেও মুক্তিযোদ্ধা ভবন রয়েছে অন্ধকারে নিমজ্জিত।
বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর দেখা যায়, থানা, উপজেলা প্রশাসনিক ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাল সবজের বাতিতে আলোক সজ্জা করা হয়েছে। তবে অন্ধকারে রয়েছে রণাঙ্গনের যোদ্ধাদের আশ্রয়স্থল উপজেলা মুক্তিযোদ্ধা ভবন। ভবন প্রাঙ্গণে গিয়ে দেখা যায় ভবনের প্রধান ফটকে তালা রয়েছে। পিনপতন নিরবতা চারদিকে। বিজয়ের উদযাপনে পূর্ব মুহুর্তে অন্ধকারে নিরবে নিস্তব্ধ দাঁড়িয়ে আছে এই মুক্তিযোদ্ধাদের ভবনটি। পুরো ভবন জুড়ে আনন্দের বদলে যেন শোকের ছায়।
এ বিষয়ে জানতে চাইলে, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ শেয়ার বিজকে বলেন, আমরা তো সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। বিষয়টি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমরা তো নির্দেশনা দিয়েছি তারা লাইটিং না করলেও আমরাই করে দিবো।
এ বিষয়ে একাধিক মুক্তিযোদ্ধাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।