নিউজ ডেস্কঃ
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর মাথার চুল টেনে উপরে ফেলে মুখে তিন তালাক দিয়েছে পাষণ্ড স্বামী। জগন্নাথপুর ইউনিয়নের চড় মহেন্দ্রপুর গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটে।
৩১ জুলাই (শনিবার) রাতে অসুস্থ স্ত্রী মাহফুজা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার বাবা সাহেব আলী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতনকারী স্বামী জগন্নাথপুর ইউনিয়নের চড় মহেন্দ্রপুর গ্রামের মৃত ময়না শেখের ছেলে আলিম শেখ (৪০)।
নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মাহফুজা খাতুন জানান, টিউবওয়েল মেরামত করাকে কেন্দ্র করে তার স্বামী সাহেব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে সে প্রতিবাদ করে। তখন তার স্বামী ক্ষিপ্ত হয়ে মুখে তিন তালাক দিয়ে শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে। সেসময় তার চুলের মুঠো ধরে টেনে নিয়ে বেড়ায় তার স্বামী তখন পরিবারের অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে।
তিনি জানান পরবর্তীতে তিনি দেখেন তার মাথার চুল গোড়া থেকে উপরে তার স্বামীর হাতে রয়ে গেছে। তিনি আরো জানান ১ মাস পূর্বে তার স্বামী কাঁচি দিয়ে তার মাথার বেশ কিছু চুল কেটে নেয়। যেকারণে তিনি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ব্র্যাক এনজিওর মাধ্যমে তার স্বামী তাকে নিয়ে যায়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।