সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
হাইমচরে ইয়াবা ও গাজাসহ এক যুবককে আটক করেছে হাইমচর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উত্তর আলগী গ্রামের রফিক গাজির ছেলে রাসেল গাজী (২৪)।
হাইমচর থানা সূত্রে জানাজায়, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ ডিসেম্বর রাত ৯ টায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আলগীবাজার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে ১১ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ উত্তর আলগী গ্রামের রফিক গাজির ছেলে রাসেল গাজিকে আটক করেন হাইমচর থানা পুলিশ। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্র নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ রাসেল গাজি না নামক এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।