সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ জেলেদের মাঝে চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনির আহমেদ (দুলাল) পাটওয়ারী বলেন ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে সরকার বিশ কেজি করে চাল বিতরণের বরাদ্দ দেওয়া হয়। ৮৮৯ জেলে জেলেদের মাঝে কয়েক ধাপে চাল বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার হাইমচর উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়ন জেলেদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় তিনি আরো বলেন, উত্তর ইউনিয়নে চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। তিনি আরো বলেন, আমি প্রত্যেক জেলে কে দাড়িয়ে থেকে স্কেলের মাধ্যে মেপে চাল দেই। কে বা কারা আমার বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে ফেসবুকে ও পত্রিকার চাল বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে লিখেছে। আসলে তা কোন সত্যতা নেই। আমি এই সংবাদে তীব্র প্রতিবাদ করছি। সামনে নির্বাচন তাই আমাকে সামাজিক ভাবে ছোট করার লক্ষে এটা তাদের সু- পরিকল্পিত।
উত্তর ইউনিয়ন পরিষদ জেলে কোন চাল কম দেওয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার জুলফিকার আলী জনী, ইউপি সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম গাজী, ইউপি সদস্য আবুল খায়ের দেওয়ান, আবুল হোসেন, মিজানুর রহমান, মিন্টু কবিরাজ, ইমান হোসেন ও ইউপি প্রমুখ।