সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধ সহস্রাধিক মোটরসাইকেলসহ সহস্রাধিক নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করে।
২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর থেকে শুরু করে রায়ের বাজার, কাটাখালী বাজার, বাংলা বাজার, গাজীর বাজার, আনন্দ বাজার, নয়ানীসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্পটগুলো প্রদক্ষিণ করেন। পরিশেষে উপজেলা সদর আলগী বাজার মোটরসাইকেল শোডাউন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।