সোলায়মান আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ হাইমচরে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার আবদুল জলিল মাষ্টারের আনারস মার্কার সমর্থনে ৪নং ওয়ার্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(২৫ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সিরাজুল ইসলাম(ছেরু) খানের সভাপতিত্বে ও সিরাজ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী সরদার আবদুল জলিল মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন মিজি। এসময় বক্তব্য রাখেন, আবু তাহের সরদার,ব বিল্লাল পাটওয়ারী, ইউসুফ আখনজী, সুলতান পাটওয়ারী, আমির হোসেন চকিদার, সাবেক ছাত্রনেতা নূরে আলম জিকু, মহিউদ্দিন গাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাষ্টার বলেন, আপনাদের ভোটে আমি দুইবার নির্বাচিত হয়েছি। দক্ষিণ ইউনিয়ন পরিষদের অনেক এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করতে সক্ষম হয়েছি। আমি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্য, পূনরায় আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিলাম আপনারা আমাকে একদিন ভোট দিয়ে পাশে থাকবেন, আমি আপনাদের পাশে ৫টি বছর সেবা দিয়ে থাকবো। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আনারস মার্কার জয় কেউ রুখতে পারবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, আমি দক্ষিণ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করে তুলবো।