আব্দুর রশিদ, পেকুয়া কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়নের নির্বাচনে ০৭নং ওয়ার্ডে মেম্বার পদে বদিউল আলম বদি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর ২১) অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল মার্কায় ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউল হক জিয়া তালা মার্কায় ৩০২ ভোট পেয়েছেন। প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন৷
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলছে।
বদিউল আলম বলেন, সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের সংশ্লিষ্টদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও
নির্বাচিত হওয়ায় এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।