করোনা আপডেটঃ
গেল ২৪ ঘণ্টার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কোভিড ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৯ জন। বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার দুপুরে তথ্যে এসব জানা গেছে।
তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে কোভিড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ ১৯ জন। যাদের মধ্যে রেড জোনে (পজিটিভ) ৯ জনের মৃত্যু হয়। তাদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৯০ বছরের মধ্যে। আর ইয়োলো জোনে (করোনা উপসর্গ) মারা যাওয়া ১০ জনের বয়স ৩৭ থেকে ৭০ বছরের মধ্যে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসার জন্য জোন রয়েছে দুটি। এর মধ্যে করোনা শনাক্তদের সরাসরি ভর্তি করা হয় ‘রেড জোনে’। আর পর্যবেক্ষণে রাখার জন্য করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের রাখা হয় ‘ইয়েলো জোনে’।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ও কোভিড-১৯ কোর কমিটির ফোকাল পার্সন ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মৃতদের মধ্যে বেশিরভাগ রোগীই শ্বাসকষ্ট ও ফুসফুস সমস্যায় ভুগছিলেন। যারা বিভিন্ন উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন।