নিউজ ডেস্কঃ
রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী হাফ ভাড়া দেওয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ‘ঠিকানা এক্সপ্রেস লিমিটেড’ বাসের এক হেলপারের বিরুদ্ধে।
এর প্রতিবাদে আজ (২১ নভেম্বার) রোববার সকালে রাজধানীর চাঁনখারপুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে যোগ দেয় আশেপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণের হুমকিদাতা হেলপারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার সকাল ১০ টা থেকে আবারো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।