বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম মিরসরাই উপজেলা ইউনিয়ন নির্বাচন ১১ই নভেম্বর
বিভিন্ন ১১নং মঘাদিয়া ইউনিয়ন ওয়াডে চলছে প্রচার প্রচারণা , তবে তার মধ্য ৬নং ওর্য়াড প্রচার প্রচারণা ও পোষ্টার ব্যাপারে বাধা সমোক্ষীন হচ্ছে বলে অভিযোগ উঠেছে অন্য প্রার্থীরা।
নাম প্রকাশে অনেশ্চুক কিছু প্রার্থী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী লাটিম মার্কা প্রার্থী ওমর ফারুক আমাদের পোষ্টার ও ব্যানার টাঙ্গাতে বাধা ও বিভিন্ন রকম হুমকি দেন, ও দলীয় নেতাদের নাম বিত্রুি করতেছে।
তাছাড়া তিনি আরো বলেন তাহার বাড়ির আশে পাশে তার পোষ্টার আর ব্যানার ছাড়া আর অন্য কোন প্রার্থীর পোষ্টার লাগাতে দিচ্ছেনা বলে জানান সাংবাদিকদের, এই ব্যাপারে এলাকার কিছু মোরব্বি ও সচেতন নাগরিক দের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বিষয় টি সত্য বলে জানায়।
এক পর্যায় লাটিম মার্কা প্রার্থী ওমর ফারুকের সাথে যোগাযোগ করতেচাই সেই এড়িয়ে যায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সুষ্ট সফল নির্বাচন আশাবাদী করছেন ৬নং ওয়াড প্রার্থী সহ এলাকার সচেতন নাগরিক গণ