এখন পবিত্র রমজান মাস। বাড়তি চাহিদা, বাড়তি খরচ যা একটি অসহায়, হতদরিদ্র ও দিনমজুর পরিবারের পক্ষে বহন করা দুঃসাধ্য!!
ঠিক এমন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলখাঁর কান্দী গ্রামের ফুলখাঁর কান্দী সমাজকল্যাণ যুব-সংঘ এর সকল প্রবাসী সম্পাদক বৃন্দ ও সকল সদস্য বৃন্দের আর্থিক সহয়তায় এবং আমাদের ভালোবাসার সংগঠনের সংগ্রামী সদস্য বৃন্দের আন্তরিক প্রচেষ্টায় ফুলখাঁর কান্দী গ্রামের অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে.. এলাকার অসহায় ও হত-দরিদ্র এবং কর্মহীন পরিবারের তালিকা প্রণয়নের মাধ্যমে।
ফুলখাঁর কান্দী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি, মোঃ আব্দুর নূর বলেন,
আমাদের ভালোবাসার সংগঠনের সকল প্রবাসী সম্পাদক বৃন্দ এবং সকল সদস্য বৃন্দদের আর্থিক সহয়তায় আমরা আমাদের সাধ্যের মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করেছি। ভুক্তভোগীদের এ সামান্য উপহার উপকারে আসলেই আমাদের শ্রম সার্থক হবে।
সংগঠনের সহ- সাধারণ সম্পাদক, মোঃ অলিউল্লাহ (স্বপন) জনতার বার্তা প্রতিবেদক কে জানান,
রমযানে কর্মহীন মানুষদের দুর্ভোগের কথা ভেবে তাদের জন্য আমাদের স্বল্প এ আয়োজন। এভাবে স্ব-উদ্যোগে অন্যরা এগিয়ে আসলে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য পবিত্র রমযানে কষ্ট হতে মুক্তি পাবে ও পরিবার পরিজনসহ রোজা রাখতে পারবে। সহযোগিতায় যারা ছিল তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অত্র সংগঠনের প্রচার সম্পাদক, হাসিবুর রহমান তার বক্তব্যে বলেছেন,
আপনিও চাইলে আপনার অবস্থান থেকে গরিব ও অসহায় হত দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন “”ফুলখাঁর কান্দী সমাজকল্যাণ যুব-সংঘের” মাধ্যমে।