এইচ এম বাবুল আক্তার, স্টাফ রিপোর্টর:
ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ হিসেবে যশোর মণিরামপুরে অসহায় ও গৃহহীন ৪৮ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে ৪৮ জন সুবিধা ভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সারা দেশের ন্যায় এক যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করে শুভ সুচনা করেন। জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধীকারী, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূরে-ই-আলম সিদ্দীকি, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু , মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।