এ, এম, সালে আকরাম, স্টাফ রিপোটার খাগড়াছড়িঃ পার্বত্য জেলাঃ সম্প্রীতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মিস তৃলা দেব ( মাটিরাঙ্গা উপজেলা )। আজ ( ৩০ মে)রোজ সোমবার দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় এই অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় নিবন্ধন সংক্রান্ত যথাযথ কাগজ পত্র দাখিল করতে না পারায় এবং মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত । সব অনিবন্ধিত হাসপাতাল,৷ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার শনিবারের ভিতর বন্ধের আদেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অন্যথায় আইনি ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত। যে সকল ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালা করেছেন সেই গুলো হলো।
১। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, গোমতি বাজার।
২। তাসফিয়া ডেন্টাল কেয়ার, গোমতি বাজার।
৩। সেবা ডায়াগনস্টিক সেন্টার, তবলছড়ি বাজার।
৪। মডার্ণ ডেন্টাল কেয়ার, তাইন্দং।
৫। বারিয়া ডেন্টাল কেয়ার, তাইন্দং বাজার।
৬। মীর হোসেনের অনিবন্ধিত ব্লাড টেস্ট ল্যাব, তাইন্দং বাজার।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন মিস তৃলা দেব উপজেলা নির্বাহী অফিসার মাটিরাঙ্গাঁ উপজেলা প্রশাসন। ডা. মিল্টন ত্রিপুরা, আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক মাটিরাঙ্গাঁ। স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, পুলিশ, এমটি (ল্যাব) ফারুক হোসেন সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।
স্হানীয় এলাকাবাসী জনতার বার্তাকে জানায়, চিকিৎসার নাম করে এ সব ব্যাবসা প্রতিষ্ঠান অবাধে ব্যবস্সা বার্নিজ্য করে যাচ্চে। চিকিৎসার খরচ বেশি নিচ্চে। এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ভালো। এমন কাজকে সাধুবাদ ও জানায়।